<p style="text-align:justify">ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষার সময় এস এম শামীম (২৮) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষার সময় তাকে আটক করা হয়। </p> <p style="text-align:justify">শামীম ফরিদপুর সদরের মুরারীদহ এলাকার মৃত এস এম বিল্লাল শেখের ছেলে। তিনি ওই নিয়োগে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারের পরিবর্তে প্রক্সি দিতে এসেছিলেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">জানা যায়, ফরিদপুর জেলায় ৫৬ জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার আগে জেলা পুলিশের সদস্যরা (পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত) পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশকালে নাম ঠিকানা ও প্রবেশপত্র যাচাই করছিলেন। এসময় এস এম শামীম নামে এক ভুয়া পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের গ্রেটে প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান। ডিউটিরত পুলিশ সদস্যরা প্রবেশপত্রে মূল পরীক্ষার্থীর ছবির সঙ্গে শামীমের চেহারার অমিল দেখতে পেয়ে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে প্রবেশপত্রে উল্লিখিত ঠিকানাটি নিজের বলে প্রথমত দাবি করলেও পরে স্বীকার যে, সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার নন, টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসেছিলেন। </p> <p style="text-align:justify">ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা জানান, পুলিশ নিয়োগে টাকার বিনিময়ে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারের লিখিত পরীক্ষা এস এম শামীম নামে এক ব্যক্তি দিতে এসেছিল। পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করা হয়েছিল। বিকুল তালুকদার সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালে শামীমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়।<br />  </p>