<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গবভনের দরবার হল, সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি কার্যালয়, দপ্তর, স্থাপনা থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো এবং তাঁকে নিয়ে বিষোদগারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল বুধবার জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটির দপ্তর সমপাদক সাজ্জাদ হোসেন।  বিবৃতিতে বলা হয়, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল, পরিবার, গোষ্ঠীর সম্পত্তি নন; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও প্রতিষ্ঠাতা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>