<p>একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, দামেস্কের অভিজাত মাজেহ এলাকায় বৃহস্পতিবার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর উপকণ্ঠে একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।</p> <p>ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘দামেস্কের মাজেহ এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে এবং আরেকটি ইসরায়েলি হামলা কুদসায়ার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে।’</p> <p>মাজেহ এলাকায় বিভিন্ন দূতাবাস, জাতিসংঘের অফিস ও নিরাপত্তা সদর দপ্তর অবস্থিত। এর আগেও এলাকাটি হামলার লক্ষ্যবস্তু হওয়ার পেছনে ইসরায়েলকে দোষারোপ করা হয়েছে। অন্যদিকে কুদসায়া দামেস্কের উপকণ্ঠে অবস্থিত।</p> <p>অবজারভেটরি আরো জানিয়েছে, হামলায় ‘আবাসিক ভবনগুলোতে ব্যাপক ধ্বংস ও অগ্নিকাণ্ড’ হয়েছে।</p> <p>এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মাজেহ ও কুদসায়ার দুটি আবাসিক ভবনে ‘ইসরায়েলি আগ্রাসনে’ অনির্দিষ্টসংখ্যক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া সরকারি বার্তা সংস্থা সানা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি সড়ক ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যাচ্ছে।</p> <p>গত মাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মাজেহ এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।</p> <p>সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরায়েলি হামলা বেড়ে গেছে, বিশেষ করে লেবাননের সীমানাসংলগ্ন এলাকাগুলোতে, যেখানে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। সিরিয়ার সরকারের জন্য ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্রদের মধ্যে ইরান ও লেবাননের হিজবুল্লাহ অন্যতম।</p> <p>ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত সিরিয়ায় চালানো নির্দিষ্ট হামলা নিয়ে মন্তব্য করে না। তবে তারা বারবার বলে এসেছে, প্রধান শত্রু ইরানকে প্রভাব বিস্তার করতে দেবে না তারা।</p> <p>সূত্র : এএফপি</p>