<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর জোয়ারসাহারায় সড়কে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় জোয়ারসাহারায় বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা সড়কে চালক ও যাত্রীদের সড়ক ব্যবহারসংক্রান্ত সচেতনতামূলক প্রচারপত্র বিলি করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়কে চালকদের সঙ্গে ও বিআরটিএর প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ছাত্ররা দেখতে পায়, ড্রাইভিং লাইসেন্স থাকলেও সড়ক ব্যবহারের বহু নিয়ম গাড়িচালকরা ভুলে গেছেন। কোন কোন জায়গায় ওভারটেকিং করা যাবে না বা গাড়ি বের করার আগে গাড়ির কোন কোন বিষয় পরীক্ষা করতে হবে তা তাঁদের অনেকে ঠিকমতো বলতে পারেননি। বিপ্লবী ছাত্র-জনতার সমন্বয়ক মো. মাহমুদুল হাসান জাবের বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা এর আগে ২০১৮ সালেও আন্দোলন করেছে। তারা গত ৫ আগস্টের পর থেকে অনেক দিন সড়কে দায়িত্ব পালন করেছে। এখনো বহু স্থানে তারা দায়িত্ব পালন করছে।</span></span></span></span></p>