<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের নদী অববাহিকাগুলোতে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। একই সঙ্গে দেশে বইছে শুষ্ক আবহাওয়া। গত কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আরো দুই দিন এই তাপমাত্রা কমে পরবর্তী কয়েক দিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমলেও শীতের আধিক্য বাড়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কুয়াশার কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের কিছুটা আমেজ দেখা যাচ্ছে। সেখানে হয়তো শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে এ সময় ঢাকা ও চট্টগ্রামের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৩.৪ ডিগ্রি। একই সঙ্গে দেশের নদী অববাহিকাগুলোতে ভোর থেকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাচ্ছে।</span></span></span></span></p> <p> </p>