<p>মৌসুমী আবহাওয়ার কারণেই দেশের বিভিন্ন স্থানে কখনও বৃষ্টি আবার কখনও মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। অন্যদিকে শীতের আমেজে দেশের প্রায় সর্বত্র শুস্ক আবহাওয়া বিরাজ করছে। তবে আগামী দুদিন দেশের দু-চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে স্থানভেদে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা জানানো হয়েছে।</p> <p>তবে আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাত বাড়লেও তা ক্ষণস্থায়ী এবং পরিমাণেও কম হবে। যা তাপমাত্রা পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না। আবার এ সময় রাত ও দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনাও নেই। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730975515-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/07/1443878" target="_blank"> </a></div> </div> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস জানায়নি। বরং এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। </p> <p>পূর্বাভাসে বলা হয়, এদিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। </p> <p>অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এতে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই চার বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। </p> <p>আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শীতের আবহাওয়া বিরাজ করছে। ফলে মৌসুমী বায়ুর কারণে কখনও সামান্য বৃষ্টি আবার কখনও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া অন্তত আরো এক সপ্তাহ বিরাজ করবে। এরপর ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730801620-ebb9b608351209a4fa0989afd9624516.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443029" target="_blank"> </a></div> </div> <p>অধিদপ্তরের স্টেশন পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশের কোথাও রেকর্ডযোগ্য বৃষ্টিপাত হয়নি। তবে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল, রংপুর ও ফেনীতে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। </p> <p>অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।</p>