<p>দেশের বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্স এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।</p> <p>এমবিবিএসের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা এবং বিডিএসের ভর্তি ফি ১১ লাখ টাকা। এ ছাড়া ইন্টার্ন ফি এক লাখ ৮০ হাজার টাকা এবং টিউশন ফি মাসে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730975515-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/07/1443878" target="_blank"> </a></div> </div> <p>বুধবার (৭ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি আদায়ের পদ্ধতিও নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তি ফি ও ইন্টার্ন ফি তিন ধাপে জমা দিতে হবে। প্রথম ধাপে অর্থাত্ ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপ বা প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় ধাপ বা তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সময় বাকি ২০ শতাংশ ফি পরিশোধ করতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার সংস্পর্শে দুর্বল হয়ে যাই : সোহেল তাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730815445-740565d0c0299abf91fec1a2f7b521fb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার সংস্পর্শে দুর্বল হয়ে যাই : সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443101" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, কখনো একসঙ্গে করা যাবে না। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না। নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।</p>