<p>যোগদানের ২০ মাসের মাথায় এক মাসের অসুস্থতার আবেদন দিয়ে লাপাত্তা হয়ে যান গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানজিয়া রহমান। পরে জানা যায় তিনি স্বামীসহ লন্ডনে পাড়ি জমিয়েছেন। আর সেখান থেকেই প্রতিমাসে অসুস্থতার আবেদন পাঠাচ্ছেন। এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ শিক্ষকের বিরুদ্ধে।</p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, তানজিয়া রহমান ২০২৩ সালের ২৪ জানুয়ারি ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন। এরপর প্রায় ২০ মাস শিক্ষকতা করার পর গত ১৮ সেপ্টেম্বর অসুস্থতার আবেদন করে এক মাসের ছুটিতে যান। এরপর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত।</p> <p>বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক জানান, এক মাসের মেডিক্যাল ছুটির আবেদনে তিনি সুপারিশ করেন। পরের মাসে ফের একই আবেদন পাঠান। সেটাও তিনি সুপারিশ করেছেন। পরে জানতে পারেন শিক্ষিকা তানজিয়া স্বামীসহ লন্ডনে চলে গেছেন। এরপর তিনি ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনকে শিক্ষিকা তানজিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি অবগত করেন। বর্তমানে তিনি বিনা কারণে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730724271-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442694" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, তিনি ঘটনা জানতে পেরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছেন। পরে কি হলো তার জানা নেই।</p> <p>নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা জানান, তাকে সহকারী শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। এরপর প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পেলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728728920-ded8357d45bb20fc84085ec9f83d17d8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434392" target="_blank"> </a></div> </div> <p>ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান কালের কণ্ঠকে জানান, এ বিষয়টি তাকে জানানো হয়নি। তবে আজই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। প্রতিবেদন পেলে তবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>