<p>নির্বাচনের অন্যতম সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যটির ১৬টি ইলেকটোরাল ভোট গিয়েছে ট্রাম্পের ঝুলিতে। এর মাধ্যমে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার পথে এগিয়ে গেলেন ট্রাম্প।</p> <p>এবারের নির্বাচনের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো হলো : জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় জয় পেলেন ট্রাম্প। তবে বেশির ভাগ সুইং স্টেটের ফলাফল এখনো ঘোষণা হয়নি, যার ফলে পরিস্থিতি কমলা হ্যারিসের পক্ষে যেতে পারে। বিশেষ করে যদি তিনি উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানে জিততে পারেন।</p> <p>নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের জয় গুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে। এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়া।</p> <p>সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়া একসময়ের সুইং স্টেট ফ্লোরিডায় জয়ী হয়েছেন ট্রাম্প। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা ও ইন্ডিয়ানার মতো রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোতে আগাম জয় পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস ও ইলিনয় দখল করেছেন কমলা হ্যারিস।</p> <p>যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্য আছে। বেশির ভাগ অঙ্গরাজ্যই প্রতি নির্বাচনে একই রাজনৈতিক দলকে সমর্থন করে। সুইং স্টেটগুলো নির্দিষ্ট কোনো দলের প্রতি আনুগত্য থাকে না। সেখানে যেকোনো দলের প্রার্থী জিততে পারেন। প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি বা তার বেশি ভোট পেতে হবে। সেই সঙ্গে দুইজন প্রার্থীকেই অন্তত তিনটি সুইং স্টেট জিততে হবে।</p> <p>সূত্র : বিবিসি</p>