<p>বিএনপির নেতার বিনা লাভের দোকান ‘নিত্য প্রয়োজনীয় বিক্রয় কেন্দ্রে’ ভিড় করেছেন স্বল্প আয়ের মানুষেরা। যার যা পছন্দ এবং চাহিদামতো বিভিন্ন ধরনের শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন তারা। কম দামে সব ধরনের পণ্য কিনতে পেরে ক্রেতারাও খুশি।</p> <p>বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.মহসিন মিয়া মধু নিজ উদ্যোগে বিনা লাভের দোকান দিয়েছেন। শহরের স্টেশন রোডের মাছ বাজারের পাশে একটি অস্থায়ী শেড তৈরি করে দোকানটি বসানো হয়েছে।</p> <p>বুধবার (৬ নভেম্বর) সকালে গিয়ে দেখা যায়, দোকান ঘিরে মানুষের ভিড়। অধিকাংশই স্বল্প আয়ের মানুষ। দোকানে ক্রেতাদের মালামাল দেওয়ার কাজ করছিলেন মীর এম এ সালাম, মো. কুতুব উদ্দিন। এছাড়াও তার বেকারিতে উৎপাদিত বিভিন্ন ধরনের বিস্কুট বিক্রি করছেন বিনা লাভে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730725822-add8b1be8c8523133a556c08f185e868.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442707" target="_blank"> </a></div> </div> <p>রিকশাচালক রুবেল মিয়া বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক চড়া। স্থানীয় বাজারেই সবজির দাম কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে আমি সবজি কিনেছি।</p> <p>ক্রেতা মিজান মিয়া বলেন, ‘লাউ ৪০ টাকা দিয়ে কিনেছি। ওই লাউ বাজারে ৭০-৮০ টাকা।’ একই কথা জানালেন আব্দুল মালেক ও তপন বৈদ্য।  <br /> জসিম মিয়া বলেন, ‘অন্য বাজারের তুলনায় ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিটি পণ্য বিক্রয় করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। তবে জানি না কতদিন চলবে এই বিক্রয় কেন্দ্রটি।’</p> <p>মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমি পরিচিতদের নিয়ে পাইকারি মূল্যে খুচরায় নিত্যপণ্য বিক্রয়কেন্দ্র  চালু করেছি। আমার একটাই লক্ষ্য, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া। এ কাজে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। যতদিন পর্যন্ত নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পৌরবাসী আমাকে ভালোবাসে বিধায় আমি এই পৌরসভায় বার বার মেয়র হিসেবে নির্বাচিত হই। তাই আমি এই মানবিক উদ্যোগ গ্রহণ করি।’  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730725822-add8b1be8c8523133a556c08f185e868.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442707" target="_blank"> </a></div> </div> <p>বিনা লাভের দোকানে সার্বিক সহযোগিতায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আলকাস মিয়া, জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল গফুর, কাউন্সিলর কাজী আব্দুল করিম, আব্দুল  জব্বার আজাদ, সাবেক কাউন্সিলর  মিল্লাত মিয়া, টিটু দাস, মোবারক হোসেন, ভুট্টু মিয়া, আব্দুর রহমান খান পাশা, যুবদলনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ প্রমুখ ।</p>