<p style="text-align:justify">মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিচ্ছেন। বিশ্বের ক্ষমতাধর এই রাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচন স্বভাবতই বৈশ্বিক আলোচনায় রূপ নিয়েছে। অনেকের প্রশ্ন, ভোট শুরু হলেও ফল মিলবে কখন?</p> <p style="text-align:justify">ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করা হয়ে যায়। যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে, সে ক্ষেত্রে এবার ফল ঘোষণায় দেরি হতে পারে।</p> <p style="text-align:justify">বিভিন্ন জরিপে জানা গেছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়ােই হতে পারে সমানে সমান। তাদের মধ্যে যিনিই নির্বাচিত হন, ব্যবধান হবে খুব সামান্য।</p> <p style="text-align:justify">বৈশ্বিক সংবাদমাধ্যমগুলো বলছে, অল্প ব্যবধানে কোনো একজন জয়ী হলে ফের ভোট গণনার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট বা অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ০.৫ শতাংশ কম হলে পুরো রাজ্যে ফের ভোট গণনা করতে হবে। ২০২০ সালে পেনসিলভানিয়ায় ভোটের ব্যবধান ছিল মাত্র ১.১ শতাংশের কিছু বেশি।</p> <p style="text-align:justify">এ বছর আট কোটির বেশি আমেরিকান ভোটার ডাকযোগে আগাম ভোট দিয়েছেন। সেই হিসেবে মঙ্গলবার (৫ নভেম্বর) বুথে গিয়ে ভোট দিতে পারেন মোট নিবন্ধিত ভোটারের অর্ধেক। ফলে বুথে পড়া ভোটের হিসাবে জয় পরাজয় নির্ধারিত না-ও হতে পারে। ডাকযোগে যারা ভোট দিয়েছেন, তাদের ব্যাটল পেপার পৌঁছাতে এবং গণনা শেষ হতে মঙ্গলবার পেরিয়ে আরো কয়েক দিন সময় লেগে যেতে পারে।</p> <p style="text-align:justify">২০১৬ সালে নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প রাত ৩টাতেই নিউ ইয়র্কের মঞ্চে সমর্থকদের সামনে বিজয়ীর ভাষণ দিতে উঠেছিলেন। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন পর নিশ্চিত হয় যে জো বাইডেন হোয়াইট হাউসে যাচ্ছেন।</p>