<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো এক হাজার ৩৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এর আগে গত ২৯ অক্টোবর সর্বোচ্চ এক হাজার ৩১২ জন রোগী ভর্তি হয়েছিল। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিদপ্তরের হিসাবে, চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৭ হাজার ১৩৮ জনে পৌঁছেছে। এ ছাড়া ডেঙ্গুতে চলতি বছর ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="মৃত্যু, আক্রান্ত" height="260" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-2-2024-11-06-51a.jpg" style="float:left" width="300" />স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৭ জন, ঢাকা বিভাগে ৩৬৮ জন, চট্টগ্রামে ১৪৪ জন, খুলনায় ১৩৫ জন, বরিশালে ১২২ জন, ময়মনসিংহে ৩৯ জন, রাজশাহীতে ২৮ জন ও রংপুর বিভাগে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা উত্তরে সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ২০২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৯৭ জন এবং দুই হাজার ৩০৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিলে এবং বাসায় চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হলে সেই সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আসে না। ফলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি বলে মত বিশেষজ্ঞদের।</span></span></p>