<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনে পঙ্গুত্বের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪টি অভিযোগ করেছেন ছাত্রশিবিরসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। এসব অপরাধের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার সকাল থেকে পৃথকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নেতাকর্মীরা এসব অভিযোগ করেন। তাঁদের পক্ষে আইনজীবী ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী (আদীব)। তাঁদের মাধ্যমে অভিযোগপত্রগুলো জমা দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী আমানুল্লাহ আল জিহাদী বলেন, ছাত্রশিবির করার কারণে এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় তাঁদের জঙ্গি তকমা লাগিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রিমান্ডের নামে নির্যাতন, এমনকি গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগকারীরা হলেন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুজর গিফারি, জয়পুরহাটের সাবেক জেলা সেক্রেটারি ওমর আলী, যশোর জেলা পশ্চিম শাখার চৌগাছা থানার সাবেক সেক্রেটারি ইস্রাফিল এবং যশোর জেলা পশ্চিমের সাবেক সাহিত্য সম্পাদক রুহুল আমিন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>