<p>পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে সাবেক উপজেলার চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন ও তার ভাই বীর এসএম নজরুল ইসলাম বাবুলসহ ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করা হয়েছে।</p> <p>গত রবিবার (৩ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি বাদী হয়ে নাজিরপুর থানায় এ মামলাটি করেন।</p> <p>অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন ইউনিয়ন গ্রাম, ওয়ার্ড থেকে বিএনপির ব্যানারে মিছিল নিয়ে আসে। এ সময় বিএনপি অফিসের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম  নুরে আলম  সিদ্দিকী শাহীন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ওপর হত্যা করার উদ্দেশে আক্রমণ চালায়। এতে অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হন। হামলা চালিয়ে তারা বিএনপি অফিস ভাঙচুর ও লুট করে।</p> <p>নাজিরপুর থানার ওসি মো. আল মাহামুদ ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।</p> <p>সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন ও এসএম নজরুল ইসলাম বাবুল পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই।</p> <p>মামলার অন্যান্য আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির, শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. শান্ত ইসলাম শোভনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামীয় ৪০ জন নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করা হয়েছে।</p>