<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে সবার ক্ষেত্রেই স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র। গত সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান। বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় প্রভুসহ ১১ জন হিন্দু নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা (যুক্তরাষ্ট্র) মামলার বিষয়ে অবগত। আমরা সবার স্বচ্ছ ও ন্যায্য আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাংলাদেশে ২০ জন জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং একে গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারের হস্তক্ষেপ ছাড়াই সাংবাদিকদের দায়িত্ব পালনের স্বাধীনতার লঙ্ঘন বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন একজন সাংবাদিক। তিনি জানতে চান, গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন মোকাবেলায় যুক্তরাষ্ট্র কী উদ্যোগ নেবে? জবাবে ম্যাথু মিলার বলেন, এ বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করবেন না। তবে বিশ্বজুড়ে অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং রাজনৈতিক মঞ্চ থেকে জাতীয় পার্টিসহ অন্য দলকে গুরুত্বহীন করার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি উদ্যোগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষয়ে প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদের খবরগুলো পর্যবেক্ষণ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>