<p style="text-align:justify">মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে দেখতে চান অধিকাংশ ইসরায়েলি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের করা একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইসরায়েল।</p> <p style="text-align:justify">জরিপে উঠে এসেছে, জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ ইসরায়েলি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান। অন্যদিকে, ১৭ শতাংশের পছন্দ কমলা হ্যারিস। এছাড়া, ১৭ শতাংশ এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন।</p> <p style="text-align:justify">সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশিরভাগ ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল সরকার যা করবে তার সবই সমর্থন দেবেন ট্রাম্প। আর এ কারণে তারা চাইছেন ট্রাম্প যেন এবার মার্কিন প্রেসিডেন্ট হন।</p> <p style="text-align:justify">২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন।</p> <p style="text-align:justify">এছাড়া সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন তিনি।</p>