<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খণ্ডিত পা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, ময়লার স্তূপ থেকে উদ্ধার করা মানুষের পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই নিয়ে এখনো বলার মতো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের ওই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা। কোনোভাবে ওই ময়লার স্তূপে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছে। পায়ের খণ্ডিত অংশে কোনো রক্ত নেই, একেবারে শুকনা। কিভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।</span></span></span></span></p>