<p>আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার এক যুগ পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধায় প্রজ্বালন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর)  নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।</p> <p>মোমবাতি প্রজ্বালন শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে বিকেলে তাজরীন ফ্যাশনসের জরাজীর্ণ ভবনের সামনে নিহতদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  </p> <p>এ সময় উপস্থিত শ্রমিক নেতারা বলেন, তাজরীন ফ্যাশনসে আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনার ১২ বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে মালিকপক্ষের অবহেলায় পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটছে।</p> <p>অবিলম্বে তাজরীন ফ্যাশনসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতসহ হাসপাতাল বানিয়ে তাদেরকে পুনর্বাসন করে কর্মসংস্থানের দাবি জানান তারা।</p> <p>আহত শ্রমিক রেহেনা আক্তার বলেন, আগুনে সব শেষ হয়ে গেছে। আগে কাজ করে আয় করে প্রয়োজনীয় সবকিছুই করতে পেরেছি। এখন অন্যের ওপর ভরসা করতে হয়, এটা কোনো জীবন হলো?</p> <p>অপর শ্রমিক নাজমা বেগম বলেন, এত বড় দুর্ঘটনা ঘটলো, এখনও ক্ষতিপূরণ পাইনি। চিকিৎসার অভাবে ঠিকভাবে সুস্থও হতে পারেনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাভারে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730978278-d0096ec6c83575373e3a21d129ff8fef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাভারে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443895" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, অগ্নিকাণ্ডের সময় জীবন বাঁচাতে যখন শ্রমিকরা চিৎকার করছিলেন তখনও মালিক দেলোয়ার হোসেন কারখানা থেকে বের হওয়ার সব গেটে তালা লাগিয়ে রাখেন। প্রাণে বাঁচতে অনেক শ্রমিক ভবনের বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন।</p> <p>শ্রমিক নেতা মো. ইব্রাহিম জানান, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড সুপরিকল্পিত। এ ঘটনায় শতাধিক শ্রমিক নিহত এবং অনেকেই আহত হলেও বিগত সরকারের আমলে তাদের সু-চিকিৎসা কিংবা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে আহত ও নিহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি। </p> <p>এ সময় আহত শ্রমিক, নিহত পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>