<p>ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। পালিয়ে তিনি ভারতে আশ্রয় নেন। তাকে ভারতে আশ্রয় দিয়ে তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।</p> <p>রবিবার (৩ নভেম্বর) গাড়োয়া বিধানসভা আসনের রাঙ্কায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া আছে কি না।’</p> <p>তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপিশাসিত রাজ্যগুলোর মাধ্যমে ভারতে প্রবেশ করে। তারা নিজেরাই বলছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ২৩৭ মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730800477-7a811b7bb3b60679ada4131ec1be5d7a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ২৩৭ মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443024" target="_blank"> </a></div> </div> <p>ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড সরকারকে নির্বাচনী লাভের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করার পর এসব প্রশ্ন উত্থাপন করেন মুখ্যমন্ত্রী সোরেন।</p> <p>এর আগে ৫ আগস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় তোপের মুখে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান (জেএমএম) তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গড়ওয়া বিধানসভা কেন্দ্রে এক জনসভায় বলেন, ‘আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির তলে তলে কোনো চুক্তি আছে কি না। অনুগ্রহ করে আমাদের জানানো হোক, কিসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১ টাকা কমল ১২ কেজি এলপিজির দাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730801128-93cffb70561a28350b02f46626516e60.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১ টাকা কমল ১২ কেজি এলপিজির দাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443028" target="_blank"> </a></div> </div> <p>একই সঙ্গে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ সম্পর্কে ‘দ্বৈত’ ভূমিকা নিচ্ছে কেন্দ্র এবং বিজেপি নেতারা। মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় সংবিধানের সামনে মাথা নত করেছিলেন। তিনি বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে। সমাজের সব অংশ সমান অধিকার পাবে। আমি তাকে (মোদি) প্রশ্ন করতে চাই, আপনি কি বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করেছেন? আপনি কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দিলেন?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পন্ত ব্যাটিংয়ে নামলে সবাই ভীত ছিল, বলছেন কিউই স্পিনার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730800759-38aab28055222252d3a8932c37a53506.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পন্ত ব্যাটিংয়ে নামলে সবাই ভীত ছিল, বলছেন কিউই স্পিনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/05/1443027" target="_blank"> </a></div> </div> <p>ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকে পড়লেই আটকে দিতে পারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের থেকে জমি কেড়ে নেবে এবং তাদের দেশ থেকে বিতারিত করার জন্য কঠোর আইন আনবে।’</p>