<p>বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ হোসাইন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পুলিশসদস্যসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্দার এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মো. ফিরোজ হোসাইনের ছেলে।</p> <p>আহত দুই পুলিশ সদস্য হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির ও ইস্রাফিল এবং অপরজন হলেন মোটরসাইকেল রুবেল। আহত ওই দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিক থেকে আসা মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে তারিফ ও রুবেল একটি মোটরসাইকেলে এবং দুই পুলিশ সদস্য অপর মোটরসাইকেলে ছিলেন। এ সময় চারজন আরোহীকে আহতাবস্থায় প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারিফ চিকিৎসাধীন অবস্থায় খুলনা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতেই মারা গেছেন। আর দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।</p> <p>বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, আহতদের মধ্যে তারিফ চিকিৎসাধীন অবস্থায় খুলনা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতেই মারা গেছেন। আর দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্ততি চলছে।</p>