<p>কাঠমাণ্ডুতে নারী সাফের ফাইনাল জয়ের রাতেই পিটার বাটলার জানিয়ে দেন মেয়েদের দায়িত্বে আর থাকতে চান না তিনি। গত রবিবার বাফুফের নবনির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণ জানান, বাটলারকেই মেয়েদের দায়িত্বে বহাল রাখতে চায় বাফুফে।  ব্রিটিশ এই কোচ নিজের সিদ্ধান্তে ছিলেন অটুট। সেদিনই বাটলার জানিয়ে দেন, নতুন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করে এরপর নতুন করে সিদ্ধান্ত নেবেন তিনি।</p> <p>গতকাল তাবিথের সঙ্গে সেই আলোচনায় বসেছিলেন বাটলার। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না, দুজনের আলোচনা ইতিবাচকই হয়েছে বলে জানা গেছে। ‘সভাপতির (তাবিথ আউয়াল) সঙ্গে দেখা করে ভালো লেগেছে। আজ আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত আসেনি, শুভেচ্ছা বিনিময় হয়েছে।</p> <p>তবে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। ইতিবাচক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। আমার দিক থেকে যেগুলো বলার ছিল সেসব তাঁকে জানিয়েছি। তিনি বলেছেন, পরবর্তী সময়ে এটা নিয়ে কথা বলবেন’—আলোচনার টেবিল থেকে উঠে জানিয়েছেন বাটলার।</p> <p>বাফুফের সঙ্গে বাটলারের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি বাকি দিনগুলোতে বাটলারের কাজের ক্ষেত্র কী কী হবে সেটাও হয়তো পরের সভায় চূড়ান্ত হতে পারে। বাটলার বলেছেন, ‘যেহেতু আমাদের মধ্যে চুক্তি আছে, সেহেতু আমাকে মেয়াদ পূর্ণ করতে হবে। এটা আমার দায়িত্ব। নতুন সভাপতিও বলেছেন, বিষয়টি নিয়ে তিনি আলোচনা করে আমাকে জানাবেন।’</p>