<p>ফ্লোরিডার পাম বিচের নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা।  সেখানে ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি। </p> <p>বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেন এবং ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময়  জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।</p> <p>ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’। তিনি বলেন, ‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’</p> <p>তিনি আরো বলেছেন, ‘আমরা আমাদের দেশকে শান্তি দিতে যাচ্ছি।’ ট্রাম্প তার প্রচারণার স্লোগান, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উল্লেখ করে বলেন, এটি একটি মহান বিজয় যা আমাদের দেশের জন্য স্বর্ণযুগ নিয়ে আসবে। এ ছাড়া মঞ্চে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তাকে তিনি ‘ফার্স্ট লেডি’ হিসেবেও উল্লেখ করেন। </p> <p>মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার নম্বর ওয়ান ‘বেস্ট সেলার’ বই রয়েছে এবং তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঞ্চে দাঁড়ানো তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।</p> <p>সূত্র: বিবিসি</p>