<p>২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণার পর  বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এরই মধ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।</p> <p>ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেও এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটে জয় পাননি তিনি। ২৭০টি ভোট থেকে তার চারটি ভোট কম আছে। কমলা হ্যারিস পেয়েছেন ২১৯টি ভোট। কিন্তু এরই মধ্যে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানানো শুরু করেছেন।</p> <p>ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন। আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারির প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।’</p> <p><iframe frameborder="0" height="390" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/narendramodi/status/1854075308472926675" width="390"></iframe></p> <p>তিনি আরো বলেছেন, ‘এটি একটি বিশাল বিজয়।’</p> <p>হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!’</p> <p>এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমার বন্ধুকে আন্তরিক অভিনন্দন আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের ওপর ভিত্তি করে আপনার এই সফলতা।’ </p> <p>তিনি বলেন, ‘ভারত-আমেরিকার বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে সহযোগিতা নবায়নের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন একসঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’</p> <p>সূত্র : বিবিসি</p>