<p style="text-align:justify">মার্কিন নির্বাচনের ভোট গণনা এগোচ্ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের খুব কাছে। ক্ষীণ হয়ে এসেছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সম্ভাবনা। ফলে কমলার সমর্থকরাও হতাশ। ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনী রাতের পার্টির আয়োজন ছিল। তবে কমলার ওই পার্টিতে দেখা গেছে ভিন্ন চিত্র।</p> <p style="text-align:justify">আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর, ওয়াচ পার্টি থেকে হতাশ হয়ে চলে যাচ্ছেন কমলার সমর্থকরা। বিবিসি বলছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে।</p> <p style="text-align:justify">দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরেই মূলত কমলা সমর্থকদের মন ভেঙে পড়ে। তারা দলে দলে কমলার নির্বাচনী ওয়াচ পার্টি থেকে সটকে পড়তে থাকেন।</p> <p style="text-align:justify">এমন পরিস্থিতিতে ঘোষণা দেওয়া হয়, বুধবার (৬ নভেম্বর) রাতে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াচ পার্টিতে কমলা হ্যারিস উপস্থিত হচ্ছেন না। এই খবর শোনার পরই তার সমর্থকরা ওয়াচ পার্টির স্থান ত্যাগ করতে শুরু করেন। তারা পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।</p>