<p style="text-align:justify">যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ পেয়েছে। আজ বুধবার ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং: এশিয়া ২০২৫’ শীর্ষক এ র‌্যাঙ্কিং প্রকাশ পায়।</p> <p style="text-align:justify">তালিকায় মোট ৯৮৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো—চীনের পিকিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হংকং ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। তালিকায় সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের সাতটি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।</p> <p style="text-align:justify">শীর্ষ ১০০-এর মধ্যে না থাকলেও তালিকায় স্থান পেয়েছে দেশের ২৯ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আছে—ঢাকা বিশ্ববিদ্যালয় (১১২), নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৫৫), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (১৫৮), ব্র্যাক ইউনিভার্সিটি (২৫৩), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২৮০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২৯২), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩২০), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৪২) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৫৭)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730898411-34acfd68ee317001f49d75e87d18a37c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443518" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এবারের র‌্যাঙ্কিংকে ভারতের মোট ১৬১টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। আর শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে ভারতের সাতটি। সেগুলো হলো-দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) (৪৪), আইআইটি বোম্বে (৪৮), আইআইটি মাদ্রাজ (৫৬), আইআইটি খড়গপুর (৬০), বেঙ্গালুরুর ইন্ডিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স (৬২), আইআইটি কানপুর (৬৭) ও ইউনিভার্সিটি অব দিল্লি (৮১)।</p> <p style="text-align:justify">পাকিস্তানের মোট ৭০টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে এই তালিকায়। এর মধ্যে সেরা ১০০-এর মধ্যে থাকা দুটি হলো—ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৬৭) ও কায়েদে আজম ইউনিভার্সিটি (৮৪)।</p>