<p>হামাস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন প্রশাসনের কাজ ও নীতি ফিলিস্তিনিদের প্রতি কেমন হবে, তার ভিত্তিতেই তারা তাদের অবস্থান নির্ধারণ করবে। ট্রাম্পের নির্বাচনী জয়ের পর বুধবার এই বিবৃতি ফিলিস্তিনি গোষ্ঠীটি।</p> <p>হামাস তাদের বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন সম্পর্কে আমাদের অবস্থান নির্ভর করবে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের আচরণ, তাদের ন্যায়সংগত অধিকার ও আমাদের ন্যায়সংগত ইস্যুর প্রতি তাদের অবস্থানের ওপর।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইতিহাস গড়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730890635-3693aa2f22f7c15e5c0c58a2950b10ae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইতিহাস গড়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/06/1443468" target="_blank"> </a></div> </div> <p>হামাস আরো বলেছে, ‘নতুন প্রেসিডেন্টকে গাজার ওপর হামলার বিরুদ্ধে মার্কিন জনগণের মতামত শুনতে হবে। নতুন মার্কিন প্রশাসনের বোঝা উচিত, আমাদের জনগণ দখলদারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের অধিকার খর্ব করা কোনো পথ তারা মেনে নেবে না।’</p> <p>এ ছাড়া হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য কাসেম নাইম বলেন, ‘ট্রাম্প প্রশাসনের শাসনামলে যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন বন্ধ করা উচিত, কারণ এটি আমাদের জনগণের ভবিষ্যৎ এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।’</p> <p>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জয় নিশ্চিত করেছেন। এর মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন।</p>