<p style="text-align:justify">রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর পদ্মাপার এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align:justify">পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মাপারের বিভিন্ন স্পটে গিয়ে আড্ডা দিচ্ছিল। এ ছাড়া কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে-এমন অভিযোগের ভিত্তিতে গত ৫ নভেম্বর থেকে আরএমপির পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। </p> <p style="text-align:justify">এরই ধারাবাহিকতায় বুধবার ডিবি পুলিশের একটি টিম নগরীর পদ্মাপারে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে। এরপর তাদের আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে অভিভাবকদের ফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।</p>