<p>কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) আইন উপদেষ্টার পদ থেকে অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে বাদ দিতে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রামের ছাত্র-জনতা। বুধবার (৬ নভেম্বর) কেইপিজেডের চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি প্রদান করে তারা।</p> <p>এ সময় অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, সিরাজুল ইসলাম, মো. ইমরান হোসেন, আবরার আসিফ আহাদ, মো. হাশেম, ইমরান হোসেন ইমন, সেকান্দর আলী, ইমাম হোসেন ইমন, আরমান হোসেন উপস্থিত ছিলেন।</p> <p>স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাজানো মামলায় ফরমায়েশি রায় দেওয়ার অন্যতম কুশীলব ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এ ছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সঙ্গে ঢাকায় মিরপুর শপিং মলের সামনে উপস্থিত ছিলেন তিনি। যার কারণে তাকে শিক্ষার্থী রীতা আকতার (১৭) হত্যা মামলা ৩৮৬ নম্বর আসামি করা হয়েছে।</p>