<p>চট্টগ্রামের হাজারী গলিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) কোতোয়ালি থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।</p> <p>এই মামলায় ৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় পুলিশের কাজে বাধা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। </p> <p>চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার হাজারী গলিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল দিয়ে হামলা এবং এসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক ৮২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। </p> <p>পুলিশ সূত্র জানায়, ওসমান নামের এক ব্যবসায়ী ইসকন সম্পর্কে একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেন। এতে সনাতন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে কিছু মানুষ এসে ওসমানকে তার দোকানে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে ওসমানকে উদ্ধার করে নিয়ে যান। তাকে উদ্ধার করা নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ওসমানের দোকানে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে বিক্ষোভকারী। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করে।</p>