<p>শীতের আমেজে দেশজুড়ে কুয়াশার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিপপ্তর। বলা হয়েছে, অন্তত আগামী তিন দিন ভোরের সময় সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা করতে পারে।</p> <p>এদিকে সারা দেশে বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে সকাল পর্যন্ত এই কুয়াশার দেখা মিলছে। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রার উল্লেখযোগ্যহারে না কমলেও দেশজুড়ে চলছে শীতের আমেজ।</p> <p>আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হুক কালের কণ্ঠকে বলেন, চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আবহাওয়ার এই তারতম্য দেখা যাবে। কখনো বৃষ্টি আবার কখনো আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া। চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কম বেশি হতে পারে। এরপর দেশজুড়ে কুয়াশার আধিক্য বাড়বে। একই সঙ্গে বাড়বে শীতের অনুভূতি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদ্দামকে নিয়ে টক শো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730903607-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদ্দামকে নিয়ে টক শো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443547" target="_blank"> </a></div> </div> <p>আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বেড়ে পরের দিন তা অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। </p> <p>বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নারায়ণগঞ্জে ৩৬ মিলিমিটার। এ ছাড়া মোংলায় ২৩, ঢাকায় ২২ ও কুমিল্লায় ১২ মিলিমিটারসহ দেশের প্রায় অধিকাংশ স্থানেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস।</p>