<p>রাজধানী ঢাকায় কয়েক দিন থেকেই দেখা মিলছে কুয়াশার। তবে আজ রবিবার (২০ অক্টোবর) অন্যান্য দিনের তুলনায় কুয়াশা বেশি পড়ে। অনেকেই বের হন গরম কাপড় পরে। রাজধানীর ডেমরায় আজ সকাল ৮টায় দেখা যায় কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে আছে। সূর্যের দেখা তখনো মেলেনি।</p> <p>জ্যাকেট পরে কর্মস্থলে যাচ্ছিলেন হারুনুর রশিদ। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বাসা থেকে বের হওয়ার সময় কুয়াশা দেখে ভেবেছিলাম বাইরে ঠাণ্ডা পড়েছে। তাই জ্যাকেট পরে বের হয়েছি, কিন্তু বাইরে কুয়াশা থাকলেও ঠাণ্ডা নেই। ভীষণ গরম লাগছে। এখন মনে হচ্ছে জ্যাকেট পরে বের হয়ে ভুল হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্রান্সে এসআইএএল ফুড ফেয়ারে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729399728-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্রান্সে এসআইএএল ফুড ফেয়ারে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/10/20/1437067" target="_blank"> </a></div> </div> <p>নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খসরু বলেন, ‘আজ বেশ কুয়াশা পড়েছে। তবে ঠাণ্ডা নেই।’</p> <p>প্রতিদিন রাজধানীর শনিরআখড়া থেকে কুড়িল যাতায়াত করেন মো. ইসহাক। তিনি বলেন, ‘কুয়াশা পড়লেও ঠাণ্ডা নেই। রাস্তায় প্রচণ্ড জ্যাম। রাস্তার বেহাল দশা। কোথাও কোথাও কুয়াশার মতো ধুলাবালি।’</p> <p>সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গেই বাড়তে থাকে গরম। রাজধানীর বনশ্রী থেকে সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাচ্ছিলেন সৈকত দেব। কথা হলে তিনি বলেন, ‘কুয়াশা দেখে মনে হচ্ছে এ বছর বেশ শীত পড়বে। তবে এখনো বেশ গরম। এর মধ্যে তীব্র যানজটে মানুষের ভোগান্তি বাড়ছে।’</p> <p>এদিকে, কার্তিকের শুরুতেই উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীতের আমেজে কুয়াশা পড়তে শুরু করেছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দিনাজপুর। এ মৌসুমে গতকালই সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে বলে জানা যায়। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে যানবাহনে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করেছে সব ধরনের যানবাহন।</p>