<p>বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহতের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে যুবদলের ইউনিয়ন কর্মী সমাবেশের আয়োজন করে।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি ও ইউপি সদস্য সেলিম রেজা বিকেল ৪টার দিকে জগদল বাজারে কর্মী সমাবেশের উদ্দেশে যাচ্ছিলেন। পৌরসভার বলাকা মোড়ের কাছে পৌঁছলে বিএনপির একটি গ্রুপের ১০-১৫ জন সদস্য তাকে পথরোধ করে এলোপাথাড়ি মারধর ও লাঞ্চিত করে। এ সময় অপর গ্রুপের নেতাকর্মীরা বাধা দিতে গেলে পৌর কমিটির সহসভাপতি হাবিবুর রহমান হাবলু, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন আলী,বাবু ও একরাম আলী আহত হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ অঞ্চল থেকে কৃষিপণ্য পরিবহন করবে রেলওয়ে, ভাড়া কত?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729404873-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ অঞ্চল থেকে কৃষিপণ্য পরিবহন করবে রেলওয়ে, ভাড়া কত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437079" target="_blank"> </a></div> </div> <p>সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বিএনপির অপর গ্রুপের দুই শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে পাল্টা হামলা চালায়। এতে তানভীর চৌধুরী ও আকাশ চৌধুরী আহত হন। আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>জানা যায়, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলুর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রুপিং এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও থানার ওসি আব্দুল গফুর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।</p>