<p>ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বাইয়ের প্রশাসন। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিককে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।</p> <p>ইতোমধ্যেই বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন। শুধু তা-ই নয়, তার দাবি, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। এর পর থেকেই সালমান খানের জীবন নিয়ে শঙ্কায় চিন্তিত পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই সালমান খানকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছেন। এই তালিকায় রয়েছেন এক এমপিও। তবে সালমান খানের বাবা সেলিম খানের মতে, সালমান ক্ষমা চাওয়ার মতো কিছু করেননি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বারান্দা থেকে পড়ে মৃত্যু নাকি অন্য কিছু! গায়কের ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729323052-00ec8e2a94883832c1c2fbf717880026.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বারান্দা থেকে পড়ে মৃত্যু নাকি অন্য কিছু! গায়কের ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/19/1436758" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টানা ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে তামান্না ভাটিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729315357-24d7811de604890c650dbfc8df45ce7c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টানা ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে তামান্না ভাটিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/19/1436730" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই গোটা খান পরিবার আতঙ্কে রয়েছে। প্রতিদিন নানাভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দেওয়ার চিঠি পাওয়ায় দু-চোখ এক করতে পারছেন না সালমানের ভাই আরবাজ, সোহেল। এমনকি ছেলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন সালমানের বাবা সেলিম খান। তবে বিনা কারণে সালমানের ক্ষমা চাওয়ার বিষয়টিও মানতে নারাজ তিনি।</p> <p>ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সালমানের বাবা জানান, কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন, এমন প্রশ্ন করেছেন তিনি। সেলিম খান বলেন, ‘যে কারণে সালমান বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সালমান যুক্ত না। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেনি। আমার ছেলে পশু-পাখিদের খুবই ভালোবাসে।’ </p> <p>তিনি আরো বলেন, ‘এমন কাজ সে করতেই পারে না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয়, এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।’</p> <p>চলতি বছরেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ করেছিল এই গ্যাংয়ের সদস্যরা। এবার বাবা সিদ্দিকির খুন, তারপর বৃহস্পতিবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে আবারও সালমান খানের নামে হুমকির চিঠি। একের পর এক ঘটনায় সালমান খানের জীবনশঙ্কা চেপে বসেছে সবার মনে। রীতিমতো আতঙ্কে রয়েছেন খোদ সালমান খানও। ব্যাপক নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে।</p>