<p>ফেনী শহরের মহিপালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার দায়ে করা মামলার আসামি সোনাগাজী উপজেলার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের আরো দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়। </p> <p>গত বৃহস্পতিবার রাতে পেট্রোবাংলা এলাকার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।</p> <p>গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন- দাগনভূঞা সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কোরবানপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে আজাদুল ইসলাম (৪০) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবদুল লতিফের ছেলে আবদুর রহিম (২৬)। রহিম শহরের ডিডি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী ও ছাত্রলীগকর্মী।</p> <p>এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।</p>