<p style="text-align:justify">যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার পানিবন্দি পরিবারের মাঝে চাল, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও নিউট্রিশন চকোলেট বিতরণ করা হয়েছে। উপজেলার চলিশিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের দেড় শতাধিক পারিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। আমরা অভয়নগরবাসীর উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে সাউদার্ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংক। </p> <p style="text-align:justify">এ সময় ৪৫ পরিবারের মাঝে ২৫ কেজি করে ৪৫ বস্তা চাল, ১০ পরিবারকে একটি করে সেলাই মেশিন, ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১০০ জন শিশুর জন্য একটি করে নিউট্রিশন চকোলেট বিতরণ করেন অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যরা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সড়ক দুর্ঘটনায় নিহত পরীমনির প্রথম স্বামী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732335013-67069f9dd614b0bbe498c82a45e9c5db.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সড়ক দুর্ঘটনায় নিহত পরীমনির প্রথম স্বামী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/23/1449704" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আপৎকালীন চাল, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও নিউট্রিশন চকোলেট পেয়ে খুশি এসব পরিবারের পক্ষে চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আজগর আলী খন্দকার বলেন, বর্ষা মৌসুমের শুরু থেকে এখনো আমাদের এলাকা জলাবদ্ধ। ঘরে-বাইরে সর্বত্রই পানি। অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বস্তা চাল, ছেলে-মেয়ের জন্য বই-খাতা-কলম পেয়েছি। অনেক খুশি হয়ে ওদের জন্য দুই হাত তুলে দোয়া করেছি।<br /> সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের হরেন্দ্র নাথের স্ত্রী মিনতী নাথ বলেন, জলাবদ্ধতার ভেতর অভিশপ্ত জীবন। </p> <p style="text-align:justify">অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ সহযোগিতা করেনি। আজ এক বস্তা  চাল ও একটি সেলাই মেশিন পেয়েছি। এসব যুবক ও তরুণ ছেলেদের জন্য আশীর্বাদ রইল।</p> <p style="text-align:justify">পায়রা ইউনিয়নের দীঘলিয়া গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. সবুজ হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে পাঠ্যপুস্তক নষ্ট হয়েছে। লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আজ নতুন পাঠ্যপুস্তক পেয়েছি। স্কুলে যেতে আর কোনো বাধা থাকল না। ধন্যবাদ অভয়নগর ব্লাড ব্যাংক। <br /> সার্বিক বিষয়ে অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, কয়েক মাস আগে ফেনী জেলার বন্যার্তদের সহযোগিতায় ‘আমরা অভয়নগরবাসী’র ব্যানারে একটি তহবিল গঠন করি। অভয়নগর উপজেলা প্রশাসনের মাধ্যমে ফেনীর সেইসব এলাকায় ত্রাণসামগ্রীও পাঠানো হয়। এর পরও আমাদের তহবিলে কিছু টাকা থেকে যায়।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, সেই টাকা দিয়ে অভয়নগরে ভবদহ এলাকার জলাবদ্ধ চলিশিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের পানিবন্দি অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও নিউট্রিশন চকোলেট বিতরণ করা হয়েছে। ৪৫ পরিবারের মাঝে ২৫ কেজি করে ৪৫ বস্তা চাল, ১০ পরিবারকে একটি করে সেলাই মেশিন, ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১০০ জন শিশুর জন্য একটি করে নিউট্রিশন চকোলেট বিতরণ করা হয়। অভয়নগর ব্লাড ব্যাংক স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতায় বিশ্বাস করে অসহায় মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। </p>