<p>বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ। বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামুলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে।</p> <p>আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সিংজুড়ি ইউনিয়নের বৈকুণ্টপুর খাগ্রাটা দাখিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চিকিৎসা প্রত্যাশী নারী-পুরুষ। লাইনে দাঁড়ানোর আগেই অন্য একটি বুথ থেকে রোগ অনুযায়ী সবার নিবন্ধন করা হয়েছে। রোগ অনুযায়ী চিকিৎসকদের তিনটি দল ভিন্ন বুথে বসে চিকিৎসাসেবা দিচ্ছেন।</p> <p>বিনামূল্যের এই চিকিৎসা ক্যাম্পে এসেছিলেন ফরিদ মিয়া। তিনি জানান, অসুস্থ শরীরে শহরে গিয়ে ডাক্তার দেখানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাছাড়া ডাক্তারের ফিস, যাতায়াত খরচ করাও তার পক্ষে বেশ কষ্টের ছিল। বাড়ির কাছে ডাক্তার আসাতে তার জন্য অনেক ভালো হয়েছে। টাকা পয়সাও লাগছে না।</p> <p>আমেনা বেগম বলেন, ‘বন্যা-শীতসহ বিভিন্ন দুর্যোগে সবসময়ই আমরা বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে আসছি। এবার আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। বসুন্ধরার মালিকদের জন্য আমরা সবসময় দোয়া করি।’</p> <p>আফরোজা বেগম জেনারেল হাসপাতালের এডমিন ম্যানেজার কাজী তাওহীদ বলেন, ‘এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক টেস্ট, ব্লাড প্রেসার চেকসহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসক হিসেবে পরামর্শ দিচ্ছেন ডা. সিরাজুল ইসলাম, ডা. নিসিতা রহমান প্রিতি, ডা. তোলা ইসলাম।’</p> <p>তিনি জানান, আফরোজা বেগম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে। যাতে গরিব মানুষ চিকিৎসাসেবা পেতে পারেন।</p>