<p>মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট হয়েছে কিছুদিন আগে। আজ শনিবার (২৩ নভেম্বর) সেই নির্বাচনের ভোট গণনা চলছে। ভারতে লোকসভা নির্বাচনের ছয় মাসের মধ্যে এই নির্বাচন হয়। সকাল ৮টা থেকে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফল গণনা শুরু হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।</p> <p>প্রাথমিক ফলাফলে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে তারা। ‘ইন্ডিয়া’ এগিয়ে প্রায় ৭০টি আসনে। অন্যদিকে ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন এ জোট ৫০টির বেশি আসনে এগিয়ে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন। </p> <p>আজ ভারতে পশ্চিমবঙ্গসহ ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ছয়টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।</p> <p>ঝাড়খণ্ডে মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায় গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায় ২০ নভেম্বর। মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল।</p> <p>৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি আসন। ২০১৯ সালের বিধানসভা ভোটে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডির ‘মহাগঠবন্ধন’। এবারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে।</p> <p>এদিকে মহারাষ্ট্রে মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ির’ মধ্যে। এই রাজ্যে মোট আসনের সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১৪৫।</p> <p>সূত্র : আনন্দবাজার, এনডিটিভি</p>