<p>বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর স্বস্তিতে আছে ভারত। অস্ট্রেলিয়াকে ১০৪ রানে গুটিয়ে ৪৬ রানের লিড পাওয়া ভারত এগিয়ে যাচ্ছে জয়সোয়াল–রাহুলের ব্যাটে। </p> <p>এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত বিনা উইকেটে ৪৬ রান তোলে ১৪২ রানের লিড নিয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন সেঞ্চুরিতে তিলকের বিশ্ব রেকর্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732348370-da409c41db1ebf2dcc1a73cde87b7f90.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন সেঞ্চুরিতে তিলকের বিশ্ব রেকর্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/23/1449712" target="_blank"> </a></div> </div> <p>যশস্বী জয়সোয়াল ৪৭, লোকেশ রাহুল ৪০ রানে অপরাজিত রয়েছেন। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটির কল্যাণে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। চলছে দ্বিতীয় দিনের তৃতীয় ইনিংসের খেলা। হাতে আছে পুরো ১০ উইকেট, ম্যাচেও বাকি আজকের পর আরো তিন দিন।</p> <p>অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ছয়জন বোলার ব্যবহার করেছে। কিন্তু উইকেটের দেখা মেলেনি। এমনকি দুই ওপেনারের ওপর বলার মতো চাপও তৈরি করতে পারেননি কেউই।</p> <p>পার্থে গতকালের বোলিং পিচ এখন ব্যাটিং-বান্ধব। ভারতের ১০ উইকেট নেওয়া পেসাররাও গতকালের মতো মুভমেন্ট পাচ্ছেন না।</p>