<p>নভেম্বরের উইন্ডোতেই হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখার আশায় ছিলেন সমর্থকরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে পেতে ফিফার কাছে কাগজপত্র পাঠিয়েছিল। কিন্তু তা যথেষ্ট নয় বলেই জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আরো কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট চেয়ে বাফুফেকে ফিরতি মেইল পাঠিয়েছে ফিফা।</p> <p>গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড এফএ থেকে হামজার অনাপত্তিপত্র (এনওসি) পায় বাফুফে। এর পরই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে অনুমতির জন্য পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটারই উত্তর দিয়েছে ফিফা। আজ বাফুফে ভবনে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘হামজার ব্যাপারে ফিফা থেকে ফিডব্যাক পেয়েছি। এখন সে ইনজুরিতে আছে। নভেম্বরে তাকে পাওয়া যাবে না। ফিফা আমাদের কাছে অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস চেয়েছে। হামজা ও তার পরিবার এবং এজেন্টের সঙ্গে কথা বলে ডকুমেন্টস গুলো যত তাড়াতাড়ি আনা যায় সেটা নিয়ে কাজ করছি।’</p> <p>এ মাসের শুরুতে লেস্টার সিটির অনুশীলনে কাঁধে আঘাত পান হামজা। তাতে ছিটকে যান মাঠের বাইরে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে পারলেও বাংলাদেশের জার্সিতে তার খেলার অপেক্ষা যে আরো বাড়ল তা বলাই যায়। কাগজপত্রসংক্রান্ত জটিলতা সেটা বাড়িয়ে দিয়েছে।</p>