<p>ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সৌদির একটি টিভি চ্যানেলের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রায় চার থেকে পাঁচ শ মানুষ এ হামলা চালিয়েছেন। এ ছাড়া অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।</p> <p>গণমাধ্যমটি জানিয়েছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালান সাধারণ মানুষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হামাসের নতুন নেতা হতে পারে গাজার বাইরের কেউ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729321068-7bf8bc2bbb32deb36c7b226ed5414b29.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হামাসের নতুন নেতা হতে পারে গাজার বাইরের কেউ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/19/1436749" target="_blank"> </a></div> </div> <p>এএফপি জানিয়েছ, স্থানীয় সময় শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে চার থেকে পাঁচ শ মানুষ হামলা চালান। সংস্থাটি বলেছে, তারা ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার নষ্ট এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন।</p> <p>নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হামাস-ইসরায়েল যুদ্ধ এবং তার ১ বছর পরের অবস্থা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728278402-b5c2b0baf6323afa913fe300eda5d0f0.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হামাস-ইসরায়েল যুদ্ধ এবং তার ১ বছর পরের অবস্থা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/07/1432686" target="_blank"> </a></div> </div> <p>ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নিজ দেশের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে লড়াই করছে। এ ছাড়া দখলদার ইসরায়েলের দৌরাত্ম্য কমাতে এবং লেবাননের অখণ্ডতা রক্ষায় কাজ করছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বেশির ভাগ সাধারণ মানুষ তাদের যোদ্ধা হিসেবেই অভিহিত করে থাকে। তবে নিজেদের অধিকার আদায়ের লড়াই করা এসব যোদ্ধাকে পশ্চিমা দেশগুলো ‘সন্ত্রাসী’ সংগঠনের সদস্য হিসেবে অভিহিত করে থাকে।</p> <p>সূত্র : আলজাজিরা</p>