<p style="text-align:justify">প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার সকাল ১১টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানারীপাড়া আমলী আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেছিলেন। </p> <p style="text-align:justify">আদালতের বিচারক রেনেসা খান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবিনা ইয়াসমিন উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের এবিসি ব্রিকফিল্ডের প্রয়াত পরিচালক আব্দুস সালাম গোলন্দাজের স্ত্রী।</p> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, উপজেলার খলিশাকোটা গ্রামের মো. খলিলুর রহমান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সাবিনা ইয়াসমিনসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তাদের মধ্যে ৭ জন জামিনে থাকলেও ২ নম্বর আসামি সাবিনা ইয়াসমিন ও তার ছেলে ১ নম্বর আসামি সাব্বির হোসেন পলাতক ছিলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজশাহীতে দিনদুপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732190292-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজশাহীতে দিনদুপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449131" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সাব্বির হোসেন এখনও পালাতক রয়েছেন। সাবিনা ইয়াসমিন ও তার পরিবারের লোকজন খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসা ও ব্রিকফিল্ড বিক্রি করার কথা বলে প্রায় ৯৪ লাখ টাকা আত্মসাত করে উল্টো তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাকে হয়রানি করেন। </p> <p style="text-align:justify">এ ব্যাপারে খলিলুর রহমান বলেন, সাবিনা ইয়াসমিন একজন টাউট-বাটপার ও লোভী প্রকৃতির মহিলা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। </p> <p style="text-align:justify">প্রসঙ্গত,স্বামী আব্দুস সালাম গোলন্দাজকে শ্বাসরোধ করে হত্যাসহ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে। </p>