<p>ব্যাটারিচালিত রিকশার চালকদের অবরোধের কারণে যাত্রী ও ট্রেনের নিরাপত্তা বিবেচনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। ৬ ঘণ্টা পর বিকেল ৪টা ১০ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল শুরু হয়।</p> <p>বিষয়টি নিশ্চিত করে বিকেলে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ট্রেন চলাচল শুরুর পর বিলম্বে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যায়। এ ছাড়া বিলম্ব হয়েছে একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা ও অগ্নিবীণা এক্সপ্রেস। সেগুলো এখন একে একে ছাড়া হবে।</p> <p>এর আগে অটোরিকশাচালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছেন। ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল ১০টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসেওনি। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৫ সালে স্কুল ছুটি ৭৬ দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732184920-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৫ সালে স্কুল ছুটি ৭৬ দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/21/1449098" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা মহাখালী এলাকায় ধীরে ধীরে কমতে থাকে। এক পর্যায়ে পৌনে ৩টার দিকে মহাখালী এলাকায় শতাধিক আন্দোলনকারী অটোরিকশা চালক ছিলেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে রাস্তা থেকে সরে যায় আন্দোলনরত অটোরিকশা চালকরা। তারা রাস্তা থেকে সরে গেলে একদিকে যেমন মহাখালী রেললাইনের অবরোধ শেষ হয়, তেমনি সড়ক অবরোধও শেষ হয়। পরে বিকেল ৩টা থেকে মহাখালীর সব রাস্তায় যানচলাচল শুরু হয়।</p> <p>গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর পর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।</p>