<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ধর্মীয় অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যেকোনো ধরনের প্রচার-প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি বলেছেন, ধর্মীয় প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : গালফ নিউজ</span></span></span></span></p>