<p>ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে আনা হয়েছে।</p> <p>সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে ঝিনাইদহে আনা হয় আওয়ামী লীগ নেতা মিন্টুকে।</p> <p>কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ কারাগারের জেলার মনির হোসেন।</p> <p>সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গত ১১ জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তিন দিনের রিমান্ড শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত। তখন থেকেই তিনি ওই কারাগারে ছিলেন।</p> <p>জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে ঝিনাইদহে আরো ৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মাদরাসা শিক্ষক আব্দুস সালাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় আগামী ৩ ডিসেম্বর ঝিনাইদহের আদালতে হাজির করার জন্য কেরানীগঞ্জ কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়েছে সাইদুল করিম মিন্টুকে।</p> <p>এদিকে সোমবার রাতে জেলা পুলিশে কর্মরত একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘আওয়ামী লীগ নেতা মিন্টুর বিরুদ্ধে নতুন করে দায়ের করা ৬টি মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হবে।’</p>