<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিঠাপুলির ঋতু শীত মৌসুম শুরুর আগেই বাজারে বেড়েছে নারকেলের চাহিদা। কারণ পিঠাপুলি তৈরির প্রধান উপকরণ নারকেল। একসময় ক্রেতার নাগালে থাকা নারকেলের দাম বর্তমানে আকাশছোঁয়া। বর্তমানে রাজাধানীর বাজারগুলোয় প্রতি পিস নারকেল আকার ভেদে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের হলে আরো বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদার কারণে প্রতিবছর শীত মৌসুম শুরুর আগে ভারত থেকে নারকেল আমদানি হতো। এবার এখন পর্যন্ত নারকেল আমদানি শুরু হয়নি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারসংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এবং গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপদাহের কারণে দেশের বাজারে ডাবের চাহিদা তুঙ্গে থাকে। যে কারণে দেশের বাজারে নারকেলের সরবরাহ সংকট দেখা দেয়। এর প্রভাবে বাজারে নারকেলের দামও বাড়তি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার রাজধানীর বাড্ডা ও রামপুরা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বছরের অন্য সময়ে বাজারের মুদি দোকানগুলোয় তেমনভাবে নারকেলের দেখা না মিললেও বর্তমানে বেশির ভাগ দোকানে নারকেল সাজিয়ে রাখতে দেখা গেছে। তবে এবার নারকেলের দাম অনেক চড়া। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর বাজারে নারকেল আসছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবার পাইকারিতে প্রতি পিসে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামে তাঁদের কিনতে হচ্ছে।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বাড্ডার মোদি দোকানি  মো. মঞ্জুরুল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীত মৌসুমে নারকেলের চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়ে গেছে। পাইকারিতে আগে মাঝারি আকারের নারকেল ২০০ টাকা জোড়া কেনা গেলেও এখন জোড়া ২৪০ টাকায় কিনতে হচ্ছে। যে কারণে এক পিস ১৪০ থেকে ১৫০ টাকার নিচে বিক্রি করা যায় না। নারকেলের এই বাড়তি দাম আগামী কোরবানির ঈদ পর্যন্ত থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামছুদ্দিন ফিরোজ গতকাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারকেল-ডাব ঘিরে চলতি বছর লক্ষ্মীপুরে ৬০০ কোটি টাকার লেনদেন হবে। ডাবের চাহিদার কারণে বাড়ছে নারকেলের দাম। এখানে নারকেলের অপরিকল্পিতভাবে বাগান করা হয়। এত ঘনঘন চারা লাগানোয় গাছ রোদ কম পায়। এ ছাড়া সার দেওয়াসহ পরিচর্চা করলে উৎপাদন আরো কয়েক গুণ বাড়বে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উৎপাদনস্থলেই চড়া নারকেলের দাম</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুরসহ সারা দেশে ডাবের চাহিদা বাড়ার কারণে নারকেলের দাম বেড়ে গেছে। ১৫-২০ দিন ধরে স্থানীয় বাজারে প্রতিটি নারকেল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন, ডাবের চাহিদা বৃদ্ধি এবং ভারত থেকে নারকেল আমদানি বন্ধ থাকায় এবার অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে। এর আগে কখনো এত বেশি দাম ওঠেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে মেঘনা উপকূলীয় এ জনপদে নারকেল-ডাব ঘিরে চলতি বছর ৬০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুর জেলায় শতাধিক পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তাঁরা ট্রাক-পিকআপ ভ্যানযোগে ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে তা সরবরাহ করেন। অপরিকল্পিতভাবে উৎপাদন করা এ কৃষিপণ্য ঘিরে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় দুই হাজার ৫৮০ হেক্টর জমিতে নারকেলগাছ রয়েছে। তবে অধিকাংশ বাগান অপরিকল্পিতভাবে করা। দু-তিন মাসের মধ্যে গাছের ফলন ডাব পরিপক্ব হয়। নারকেলে পরিপক্ব হতে তা দ্বিগুণ সময় লাগে। জেলার প্রায় প্রতিটি বাড়িতে নারকেলগাছ রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩০ বছর ধরে নারকেল ব্যবসা করছেন রায়পুরের দক্ষিণ দেনায়েতপুর এলাকার খোকন দেওয়ান। তিনি বলেন, এর আগে কখনো নারকেলের এত দাম হয়নি। ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। এবার প্রথমে প্রতিটি নারকেল ৪৫ থেকে ৫৫ টাকা কেনা হতো। এখন তা ৯০ থেকে ১০০ টাকা দাঁড়িয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দালাল বাজার এলাকার নারকেল ব্যবসায়ী মো. শরীফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কখনো নারকেলের এত দাম ওঠেনি। এখন ৮০ টাকার নিচে কোনো নারকেল নেই। ফসলও এবার ভালো হয়েছে। দিন দিন এ অঞ্চলে ডাবের চাহিদাও বেড়ে যাচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p> </p>