<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল। গতকাল সোমবার পরিবেশ উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে নেপালের পরিবেশমন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরি এই আগ্রহের কথা জানান। বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক শেষে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা বলেন, এই প্রক্রিয়ায় বাংলাদেশের ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ ছাড়া জানুয়ারিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে মন্ত্রিপর্যায়ের বৈঠক হবে। বৈঠকে অংশ নেবে নেপাল, ভুটান ও বাংলাদেশ। এটি কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। এ ছাড়া বৈঠকে জলবায়ুর প্রভাব মোকাবেলা, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্ম উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : অতি সম্প্রতি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রসঙ্গ উল্লেখ করে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বলেছেন, নেপাল সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। ভবিষ্যতে নেপাল আরো বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করবে। গতকাল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত এ কথা বলেন। ধর্ম উপদেষ্টার অফিসকক্ষে সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের কূটনৈতিক সম্পর্কও দীর্ঘদিনের। দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে কখনো সংকট কিংবা টানাপড়েন তৈরি হয়নি, বরং দিন দিন সুদৃঢ় হয়েছে।</span></span></span></span></p>