<p>নিজের সম্পর্কে কিছু সতর্কতা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর অন্যতম আহ্বায়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার‌জিস আলম। প্রতারক, ভণ্ড ও সুবাধিবাজদের থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন তিনি।</p> <p>সোমবার (১৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছেন সারজিস।</p> <p>তিনি তার ফেসবুক পোস্টে বলেন, আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা :</p> <p>** আমার সাথে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷</p> <p>** ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সব সময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক ৷</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731837899-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/17/1447639" target="_blank"> </a></div> </div> <p>** কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি ৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না ৷ </p> <p>কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে ৷ তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন ৷ প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান ৷</p>