<p>এ বছরই সুখবর বয়ে এনেছিল ‘নির্বাণ’ ও তার টিম। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল বাংলাদেশের এই সিনেমাটি।  তবে মস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে। এবার সিনেমাটি ভ্রমণে বেড়িয়েছে কাজাখস্তান। সেখানে অনুষ্ঠিত ১৭তম ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি। আগামী ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সেখানে ২৫ নভেম্বর দেখানো হবে `নির্বাণ’।</p> <p>পরিচালক আসিফ ইসলাম কালের কন্ঠকে বলেন, ‘হঠাৎ করেই তারা জানিয়েছেন ছবিটি প্রতিযোগিতা বিভাগের জন্য চুড়ান্ত করেছেন। তাই খুব অল্প সময়ের মধ্যে ভিসা করতে হয়েছে। উৎসবে ১১ টি দেশের ১১ টি সিনেমা প্রতিযোগিতা বিভাবে লড়বে।’</p> <p>তিনি জানান আগামী ২৩ ডিসেম্বর তিনি কাজাখস্তান যাবেন। সেখানে সিনেমার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ও কাজাখস্তানের সিনেমা নিয়েও কথা বলবেন উৎসবে।</p> <p>এদিকে ‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। প্রিয়াম অর্চি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা ইভা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।</p>