<p>পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে আসছে তারা। গত ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টে ব্যান্ডটির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। তার পর থেকেই এ নিয়ে উন্মাদনায় রয়েছেন ভক্তরা। জানা গেল, সত্যিই তাদের ইচ্ছে পূরণ হতে চলেছে।</p> <p>‘বাচপান’, ‘ফাসলে’, ‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’র মতো বেশ কিছু গানে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে কাভিশ। ঢাকায় তাদের কনসার্টের আয়োজক হিসেবে রয়েছেন ব্লু ব্রিকস কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।</p> <p>ব্লু ব্রিকস কমিউনিকেশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সারাফ আঞ্জুম বলেন, ‘হ্যাঁ, ঢাকায় আসছে কাভিশ। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে কথা বলে সব কিছু চূড়ান্ত করেছি।’ জানা গেছে, এ বছরের ডিসেম্বরের শেষ দিকে কিংবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় পারফরম করবে জনপ্রিয় এই ব্যান্ড।’</p> <p>প্রসঙ্গত, ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাভিশ। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টে গাইবে তারা। সঙ্গে রয়েছেন কাইফি খলিল, আবদুল হান্নানসহ আরো অনেকে।</p>