<p>৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।</p> <p>হাসনাত বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না।’</p> <p>শ্বশুরবাড়ি পটুয়াখালী দশমিনায় বেড়াতে গিয়ে রবিবার বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। বিয়ের পর এটিই তার প্রথম শ্বশুরবাড়ির বেড়াতে আসা।</p> <p>ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।’ </p> <p>শহীদ জিহাদের একটি ছবি হাতে নিয়ে সেটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন হাসনাত। সেখানে তিনি লিখেছেন, এই অভ্যুত্থানের যেসব স্টেক-হোল্ডাররা চব্বিশের স্পিরিটকে ভুইলা যেতে নেন, আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ ও দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন-আকাঙ্খাকে ইনকার করতে চান, প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা ও শহীদের বীরত্ব গাঁথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দিবো।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <h3> </h3>